নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে কংগ্রেস কার্যালয়ে বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল বেশ কিছু কর্মী। কান্দির বিধায়ক সফিউল আলম খানের তত্ত্বাবধানে বড়ঞা ব্লকের প্রায় ৭০ জন তৃণমূলের সক্রিয় কর্মী ও সমর্থকেরা এদিন যোগদান করলেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি-র ভার্চ্যুয়াল কনফারেন্সের ভিত্তিতে অধীর চৌধুরী কটাক্ষের শুরে জানালেন, আমরা ভার্চ্যুয়াল নয় অ্যাকচুয়ালে অবস্থান করছি।
আরও পড়ুনঃ দুর্নীতি নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূলের পঞ্চায়েত প্রধান
আগামী দিনে এইভাবে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের তৃণমূল দল থেকে বহু কর্মী কংগ্রেসে এসে যোগদান করবে। আগামী দিনে তৃণমূলের ভাঙনের সংক্রমণ অনেক হারে বাড়বে। করোনা সংক্রমণের অনেক আগে থেকেই ভারতের অর্থনীতি লাটে উঠেছিল।
এখন বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে করোনার ঘাড়ে চাপিয়ে প্রধানমন্ত্রী নিজেকে বাঁচাতে চাইছেন, বলে মত অধীর বাবুর। বাংলার চট শিল্প নিয়ে এখন বেশি চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আদতে বোঝাতে চাইছেন ভোট আসন্ন, তাই বাংলাকে নিয়ে এত ভাবতে শুরু করেছেন। এই বলেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন বহরমপুর সাংসদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584