নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের কেশপুর বাজারে সিপিএম দলের জামশেদ আলী ভবনের সামনে অভিবাসী শ্রমিকদের সমাবেশের আয়োজন করা হয়।শনিবার ওই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম দলের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, জেলা কমিটির সদস্য উত্তম মন্ডল ,সুব্রত পন্ডা সহ আরও অনেকে।
ওই সমাবেশে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে ২৫০ টি পরিবার সিপিএম দলে যোগদান করেন। তাদের হাতে লালঝান্ডা তুলে দেন সিপিএম দলের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা। তিনি বলেন, “আগামী দিনে কেশপুরের বহু মানুষ সিপিএম দলে যোগদান করবেন। তারা শুধু অপেক্ষায় রয়েছেন।
তাই শনিবারের সমাবেশ প্রমাণ করে যে কেশপুরে সিপিএম ছিল আগামী দিনেও থাকবে।” তিনি তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানকারী সকলকে বলেন, “আপনারা সাহস করে এগিয়ে এসেছেন এবং বর্তমান সময়ে সিপিএম দলে যোগদান করেছেন তাই আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।” সেই সঙ্গে তাপস সিনহা বলেন কেন্দ্র ও রাজ্য সরকার দুজনেই সমান।
আরও পড়ুনঃ ফি মকুবের দাবিতে শিলদা কলেজের সামনে আন্দোলন টিএমসিপি’র
এরা সাধারণ মানুষের কথা চিন্তা করে না শুধু নিজেদেরই কথা চিন্তা করে। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। আগামী দিনে তিনি সর্বস্তরের মানুষকে লাল ঝান্ডা হাতে নিয়ে সাধারণ মানুষের জন্য আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। তবে কেশপুরের মতো জায়গায় তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগদান করার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584