মেদিনীপুরে মুখ্যমন্ত্রী-সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

0
70

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আগামী ৭ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে সভা করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে ২১-র বিধানসভা নির্বাচনের প্রচারে নামবে রাজ্যের শাসকদল ৷ তৃণমূল কংগ্রেস আয়োজিত সভাতে তারই বার্তা দেবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

meeting | newsfront.co
বৈঠক ৷ নিজস্ব চিত্র

সেই সভা সফল করতে প্রস্তুতি বৈঠকে বসল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার খড়্গপুরে এই বৈঠকে হাজির ছিলেন জেলার সমস্ত বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ । এদিনের বৈঠকে কিভাবে এই সভা সফল করা হবে তার প্রস্তুতি নেওয়া হয়।

atithi guest house | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা সভাপতি অজিত মাইতি জানান ৭ই ডিসেম্বরের এই সভাকে সফল করতে কাল থেকে জেলা জুড়ে প্রচার শুরু করছে তৃণমূল। রাজ্য সরকারের উন্নয়ন কে সামনে রেখে এই প্রচার চালানো হবে বলে জানিয়েছেন অজিত মাইতি। “আর কোন কথা নাই , দিদি আসছে চলো ভাই।” এই শ্লোগান কে সামনে রেখে জেলা জুড়ে প্রচার শুরু করছে তৃণমূল।

আরও পড়ুনঃ রাজ্য – কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ জলঙ্গি ব্লক কংগ্রেস নেতৃত্বের

এই বার্তাকে সামনে রেখে জেলা তৃণমূলের নির্দেশ অনুসারে ব্লক স্তরে চলছে প্রস্তুতি পর্ব ৷ মূলত ২০২১-র বিধানসভা ভোটে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বর্তমান শাসক দলের নেতাকর্মীরা , এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here