অগ্নিমূল্য পেট্রপণ্য! প্রতীকী প্রতিবাদে কোচবিহার তৃণমূল জেলা সভাপতি

0
79

মনিরুল হক, কোচবিহারঃ

গোটা রাজ্যের সাথে কোচবিহারেও পেট্রপণ্য ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আজ কোচবিহারে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় তাঁর এক অনুগামীকে সাথে নিয়ে সাইকেল চালিয়ে সাগরদিঘি চত্বরে বিভিন্ন প্রশাসনিক দফতরের কাজকর্ম করেন।

cycle rally | newsfront.co
প্রতীকী প্রতিবাদ। নিজস্ব চিত্র

এদিন পার্থ বাবু বলেন, “কেন্দ্রের সরকার যেভাবে পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কাঁধে মূল্য বৃদ্ধির বোঝা চাপিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইলেক্ট্রনিক স্কুটিতে নবান্নে গিয়েছেন। আমরাও প্রতীকী প্রতিবাদ জানাতে সরকারি দফতর গুলোতে নিজেদের কাজ করতে যাওয়ার জন্য গাড়ি বাদ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি।”

আরও পড়ুনঃ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বীরপাড়ায় পথে নামল বামেরা

দেশের কিছু রাজ্যে ইতিমধ্যেই পেট্রলের দাম একশোর অঙ্ক ছুঁইয়ে ফেলেছে। কোন কোন রাজ্যে এখনও একশোর অঙ্ক না ছুঁলেও অনেকটাই কাছাকাছি। একই ভাবে মূল্য বৃদ্ধি ঘটেছে ডিজেলের। রান্নার গ্যাসও প্রায় সাড়ে আটশো টাকার কাছাকাছি। এরফলে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়ছে হুহু করে। এই অবস্থায় সাধারণ মানুষ পরিবার চালাতে গিয়ে আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে।

এরাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্রিগেডে সভা করতে যাচ্ছে বাম কংগ্রেস জোট। এবার বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেস ময়দানে নামল বলে মনে করা হচ্ছে। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় জানিয়েছেন, প্রতীকী প্রতিবাদের পর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আরও ব্যাপক আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here