সবুজ বাঁচাতে বৃক্ষ রোপণ কর্মসূচি যুব তৃণমূলের

0
49

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করল যুব তৃণ মূলের কর্মী সমর্থকরা। সোমবার রানিনগর বিধান সভা এলাকায় কর্মসূচির সূচনা করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সৌমিক হোসেন
এদিন ইসলামপুর পাহাড়পুর, পমাইপুর সহ বিভিন্ন এলাকায় নিজ হাতে গাছ লাগান তিনি। আগামীদিনে ৫০০০ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।

tree planting | newsfront.co
নিজস্ব চিত্র

আমপান ঝড়ে যেভাবে রাজ্যের গাছ পালা নষ্ট হয়েছে তার ঘাটতি পূরণের লক্ষ্যে গত ৪ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ সূচনা করেন।

রাজ্যের প্রতিটা কোনায় যাতে গাছ লাগানো হয় সেই কথাই এদিন জানান তিনি। পাশাপাশি গাছ পরিচর্চার জন্য রানিনগর এলাকার দুই জন যুবককে নিয়োগ করেন এদিন। কোনোভাবে যাতে গাছগুলোকে নষ্ট না করা হয়, সার দেওয়া হয়, সেই নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে ত্রাণ বিলি শিক্ষক শিক্ষিকাদের

এদিন সৌমিক হোসেন জানান, ‘যেভাবে আমপানে ঘূর্ণি ঝড়ে রাজ্যের গাছ পালা নষ্ট হয়েছে তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কথা ঘোষণা করেছিলেন।

সেই মতো আমি আজ রানিনগর বিধান সভার বিভিন্ন এলাকায় ঘুরে গাছ লাগালাম।আগামীদিনে দিনে আরো বেশি করে গাছ লাগানো হয় সেই চেষ্টা করব। আমাদের নেত্রী সব সময় আপনাদের পাশে আছে ,থাকবে।’

এদিন এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন ছিল,আজকের এই বৃক্ষরোপন কর্মসূচিতে সৌমিক হোসেনের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ জাকারিয়া হোসেন, রানিনগর-১ নম্বর যুব তৃনমূল কংগ্রেস সভাপতি ইমতিয়াজ কবির সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here