সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ভগবানগোলার তৃণমূল কংগ্রেসের বিধায়কের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধেই। সোমবার সন্ধ্যাবেলা বিধায়কের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সেখান থেকেই উত্তেজনা ছড়ায়। ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। ঘটনার সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ শুরু হয় ভাঙচুর। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
কিন্তু কেন তৃণমূল কর্মীরাই তৃণমূলের বিধায়কের বাড়িতে ভাঙচুর করলেন! তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ, দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছেন বিধায়ক। ইতিমধ্যেই বিভিন্ন দুর্নীতিতে নাম জড়িয়েছে বহু তৃণমূল নেতার। তবে দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে দলীয় কর্মীদের থেকেই টাকা নেওয়ার অভিযোগ সম্ভবত এই প্রথম। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক ইদ্রিশ আলি। তিনি স্থানীয় নেতাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তবে ব্লক সভাপতির পদ পাইয়ে দিতে কয়েক লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক এই অভিযোগ জোর গলায় তুলছেন তৃণমূল কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584