গেরুয়া শিবিরে যোগদান করতে দিল্লির উদ্দেশ্যে নিশীথের সাথে মিহির

0
113

মনিরুল হক, কোচবিহারঃ

গতকাল তৃণমূলের সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন করার পর আজ শুক্রবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর।সূত্রের খবর, আজ মিহির গোস্বামীকে সাংসদ নিশীথ প্রামাণিকের সাথে দিল্লি বিমান বন্দরে দেখা গিয়েছে।

mihir and nisith | newsfront.co
নিজস্ব চিত্র

তাঁকে নিয়ে সাংসদ দিল্লি বিজেপির সদর দফতরে যাবেন। সেখানে মিহির বাবু গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। মিহির গোস্বামীর যোগদান পর্ব,বিজেপির কেন্দ্রীয় নেতা এবং পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে হতে পারে বলে মনে করা হচ্ছে।মিহির গোস্বামী তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরেই।

আরও পড়ুনঃ বিজ্ঞাপনে মুখ ঢেকেছে যুদ্ধজয়ের স্মারক, ক্ষুব্ধ এলাকাবাসী

এ বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তবে সংবাদমাধ্যমের সামনে দল ত্যাগ নিয়ে তিনি মুখ খুলতে চাননি। বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না, সে বিষয়েও তিনি খোলসা করে কিছু বলেন নি ৷

আরও পড়ুনঃ নবদম্পতিকে ‘টার্গেট বাংলা’ উপহার দিয়ে অভিনব নির্বাচনী প্রচার বিজেপি- র

তিনি ফেসবুকের দীর্ঘ পোস্টে লিখেছেন, “আজ সব সহ্যের সীমা অতিক্রম করার সময় অনুভব করছি, বাইশ বছর আগে যে দলটির সঙ্গে যোগ দিয়েছিলাম, আজকের তৃণমূল সেই দল নয়। এই দলে আমার জায়গা নেই। তাই আজ এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চাই। আমি আশা করছি, আমার দীর্ঘদিনের সাথী বন্ধু ও শুভানুধ্যায়ীরা আমাকে মার্জ্জনা করবেন”।

একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, দলের মধ্যে বারবার অপমানিত হয়েছেন। যে বিষয়গুলি নিয়ে দলনেত্রীকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। সে কারণেই তিনি দলত্যাগের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here