বিজেপির ডাকে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান তৃণমূল বিধায়কের

0
248

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

shyama prasad mukherjee | newsfront.co
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন। আর অপরদিকে অতীতের সতীর্থের ডাকে দল ভুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে মালা দিলেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক একসাথে। মঙ্গলবার এমনই বিরল ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়ে।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দেওয়ার জন্য সেখানে হাজির ছিলেন দক্ষিণ মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। ওই পথ দিয়েই গাড়িতে চেপে যাচ্ছিলেন ইংরেজবাজারের তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। দল পরিবতর্নের আগে দুজনেই সিপিএমে ছিলেন।

আরও পড়ুনঃ ভগবানপুরে শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাতে উপস্থিত ভারতী ঘোষ

সেই সূত্রে একসঙ্গে রাজনীতি করেছেন। তাই পুরানো সতীর্থ খগেন মুর্মুর ডাক উপেক্ষা করতে পারেননি নীহারবাবু। গাড়ি থেকে নেমে আসেন এবং শ্যামাপ্রসাদের মূর্তিতে ফুলও দেন। যদিও এর মধ্যে কোন রাজনীতি নেই বলে দাবি করেছেন দু’দলের নেতারাই।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল সহ জেলা বিজেপির নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here