এগরার তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল

0
47

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মহামারী করোনা ভাইরাসে মারা গেলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক সমরেশ দাস। জানা গিয়েছে সোমবার ভোরে তিনি মারা যান। আরও জানা যায় করোনা আক্রান্ত হয়ে প্রথমে তিনি পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতাল ভর্তি হয়েছিলেন। পরবর্তীকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

samoresh das | newsfront.co
ফাইল চিত্র

রাজ্যে করোনায় প্রথম বিধায়কের মৃত্যু হয়েছিল ফলতার তমোনাশ ঘোষের। জানা গিয়েছে সমরেশ দাস ২০০৯ সালে এগরা বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেন। এরপর ২০১১ ও ১৬ তেও এগরা আসনে জয়লাভ করেন। তিনি একসময় বামপন্থী ছিলেন। পরবর্তীকালে শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উল্লেখ্য, শিশির অধিকারীও এগরা আসনে একসময় বিধায়ক ছিলেন।

আরও পড়ুনঃ শীতলখুচিতে দুই বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

২০০৯ সালে লোকসভা নির্বাচনে তিনি কাঁথি কেন্দ্র থেকে জয়লাভ করায় এগরা আসনটি শূন্য হয়েছিল। তবে রাজ্যে এবং দেশে জনপ্রতিনিধিরা যেভাবে আক্রান্ত হচ্ছেন সেটা উদ্বেগের বিষয়। অনুমান করা হচ্ছে জনসংযোগ এবং প্রশাসনিক কারণে জনপ্রতিনিধিদের বিভিন্ন জায়গায় যেতে হয়, হয়তো সেটাই সংক্রমণের মূল কারণ। এ ঘটনায় শোকাহত রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here