নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ফের তৃণমূল-রাজ্যপাল সংঘর্ষ! এবার কোকেনকাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং- এর সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টুইটারে রাজ্যপাল এবং রাকেশ সিং-এর একটি ছবি পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্যাপশন দেন, ‘কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি?’
কিছুদিন আগেই রাজ্যপালের সহমতিতে নারদ কাণ্ডে তৃণমূলের চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের এই পদক্ষেপে রাজ্যপাল জগদীপ ধনখড়কে কড়া ভাষায় কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবিও জানান তিনি।
Our @jdhankhar1 pic.twitter.com/gqIsogV5pr
— Kalyan Banerjee (@KBanerjee_AITC) May 24, 2021
আরও পড়ুনঃ করোনাকালে মোদী সরকারের ওপর এবার ভরসা হারাচ্ছেন আর্মি অফিসাররাও
তৃণমূল সাংসদ জানান, ‘সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু সকলের কাছে আমি অনুরোধ করব, ধনখড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করুন। যেদিন মেয়াদ ফুরোবে, সেইদিনই যাতে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
আরও পড়ুনঃ ভারতীয় পাসপোর্টে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল বহু দেশ
থেমে থাকেননি রাজ্যপাল জগদীপ ধনখড়ও, পাল্টা জবাব দেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূলের প্রবীণ সাংসদ নেতা কল্যাণ বন্দোপাধ্যায়, এছাড়া একজন অভিজ্ঞ আইনজীবীও তিনি।তার এই মন্তব্যের বিচার করবেন বাংলার সংস্কৃতিমনস্ক মানুষ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584