শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
২৪ ঘন্টা আগেই তৃণমূলের ২১ জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান তথা বাতিল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে বিজেপি-র অমিত শাহের মত তৃণমূলও যে ‘ভার্চুয়াল মিট’-এর পদ্ধতি অনুসরণ করতে চলেছে, তা পরিষ্কার হয়ে গিয়েছিল।
‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’-র পর এ বার ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ক্যাম্পেন শুরু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ জুলাই আনুষ্ঠানিক ভাবে এই অভিযানের সূচনা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ‘বাংলার গর্ব মমতা’ ক্যাম্পেন মোটামুটি ভাল সাফল্য পেলেও ‘দিদিকে বলো’ ক্যাম্পেনটি আকাশছোঁয়া জনপ্রিয়তা এবং উত্তুঙ্গ সাফল্য পেয়েছিল। লোকসভা ভোটের পর তৃণমূলের শক্তিক্ষয় সারিয়ে ফের দলকে ভাল জায়গায় পৌঁছতে অনেকটাই সাহায্য করেছিল এই ‘দিদিকে বলো’ ক্যাম্পেন।
আরও পড়ুনঃ ত্রাণ বিলি নিয়ে এবার নেপোটিজমের অভিযোগ তুলে টুইটে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল
‘দিদিকে বলো’ অভিযানকে হাতিয়ার করেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর জনসংযোগে ফিরেছিল তৃণমূল। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে ফিরতে সেদিন কার্যকরী করেছিল এই অভিযান। এবার ২০২১ বিধানসভা ভোটের আগেও রাজ্যে নিজেদের রাজনৈতিক ভাবে ভাল জায়গায় নিয়ে যেতে ফের নতুন ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি।’
আরও পড়ুনঃ কয়লা খনিতে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষণ নয়, মোদীকে চিঠি মমতার
জানা গিয়েছে, ৩ জুলাই এই প্রচার অভিযান শুরু করার আগে দলের শীর্ষ নেতাদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মমতা। এই ভার্চুয়াল মিটে অংশগ্রহণ করবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও সভাধিপতিরা। শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেই ওই দুন বিকেল ৪ টে নাগাদ নতুন অভিযান শুরু করবেন মমতা। এই অভিযানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে। রাজ্যে বিরোধী দল বিজেপিকে রুখতে এই বিশেষ প্রচার পরিকল্পনা তৃণমূলের, এমনটাই মত রাজনৈতিক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584