পূর্ব বর্ধমান জেলায় জেলা পরিষদ আসনে ১৩ টি আর সমিতি ১৩ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।
শ্যামল রায় বর্ধমান
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলা পরিষদে মোট আসন ৫৮ টি। এরমধ্যে তৃণমূল কংগ্রেস ১৩ টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেল। এছাড়াও পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৬১৮ টি। এর মধ্যে ৩০০টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা৩২৩৪টি। এরমধ্যে ১৬০০ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেল তৃণমূল কংগ্রেস।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে কাটোয়া মহকুমার সবকটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিনা ভোটে তৃণমূল জয় হাসিল করেছে।
মঙ্গলকোট কেতুগ্রাম ১ ও ২ কাটোয়া পঞ্চায়েত সমিতি এক ও ২ দখল করেছে শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেস।
অভিযোগ উঠেছে যে এই অঞ্চলের তৃণমূলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের টোটকায় হাতে হাতে ফল পেয়েছে এলাকার তৃণমূলের নেতা নেত্রীরা। বিরোধীদের কোনোভাবেই বিডিও অফিসের ধারেকাছে ঘেঁষতে দেয়নি শাসক দলের কর্মী-সমর্থকরা তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এই সমস্ত এলাকার তৃণমূলের প্রার্থীরা।
অন্যদিকে দক্ষিণ দামোদর রায়না ১ও ২ খন্ডঘোষ এলাকায় একচেটিয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস।
জামালপুর মেমারি ১ও ২ ব্লকে তৃণমূলের অনেক গোঁজ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল সেটাই শাসক দলের কাছে এখনও অবধি আপত্তিকর বা অস্বস্তিকর পরিস্থিতি হয়েছে তবে তৃণমূল নেতাদের দাবি সব ঠিক হয়ে যাবে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় সম্পর্কে তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন যে বহু জায়গায় বিরোধীরা মনোনয়নপত্র নির্বিঘ্নে জমা দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584