সুদীপ পাল বর্ধমান
একশো দিনের প্রকল্পের কাজ করে গ্রামের মানুষদের আর পোষাচ্ছে না। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে মুজুরি কমিয়ে দিয়েছে।
বঞ্চনার অভিযোগ তুলে এবার পথে নামছে তৃণমূল। পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, প্রায় ৪০ টাকারও বেশী মজুরী কমিয়ে দেওয়া হয়েছে এবং আগে যে ধরনের কাজ হতো তাও কমিয়ে দেওয়া হয়েছে। ফলে গ্রামের মানুষদের কাজের সুযোগ কমেছে অনেকটাই। এই নিয়ে প্রতিবাদী আন্দোলনে নামবেন বলে তিনি উল্লেখ করেন।
যদিও বিজেপির দাবি, গ্রামের মানুষ এই প্রকল্পে তৃণমূল নেতাদের কাটমানি নিয়ে সরব হয়েছে।
মহাত্মা গান্ধী জাতীয় কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্প বা ১০০ দিনের কাজের প্রকল্পে জাতীয় পোর্টাল অনুযায়ী, চলতি বছরের সর্বশেষ হিসাব অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় মোট কর্মদিবসে ৪৮ লক্ষ ৬ হাজার দিন। ২০১৮-১৯ বছরে কর্মদিবস সৃষ্টি হয়েছিল ৩ কোটি ৪২ লাখ ১৯ হাজার।
আরও পড়ুনঃ তোলাবাজদের বিরুদ্ধে জমছে ক্ষোভ, বৃহত্তর আন্দোলনের পথে ট্রাক চালকরা
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন গত বছর সর্বোচ্চ কর্মদিবস সৃষ্টি ও প্রকল্পের খরচে দেশের সেরা হয়েছিল। এবারেও সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ডাক এসেছে।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রকল্পের কাজের বিস্তারিত আলোচনা হবে। কিন্তু যেভাবে কর্মদিবস কমেছে তাতে দেখা যাচ্ছে চলতি বছরের সাড়ে সাত মাস পেরিয়ে গেলেও গতবারের অর্ধেক এখন পূরণ হয়নি।
বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা গোলাম জার্জিস বলেন, কেন্দ্রকে দোষ দিয়ে লাভ নেই। তৃণমূলের নেতারা যে কাটমানি নিয়েছিল তা আগে ফেরত দিক। নেতাদের জন্য ১০০ দিনের কর্মীরা বঞ্চিত হয়েছে বলে তিনি মনে করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584