মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে কর্মীসভা করল দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবীরের অনুগামীরা। শনিবার দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট হাই স্কুলে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহ যাতে প্রার্থী হতে না পারেন তার জন্য জেলা এবং রাজ্যের শীর্ষ নেতাদের কাছে আর্জি জানানো হবে বলে বক্তারা জানান।
এদিনের এই কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবীর, দিনহাটা ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন সেন, তৃণমূল নেতা তরণী কান্ত বর্মন, গোবরাছড়া- নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম, সাবির সাহা চৌধুরী প্রমূখ।
আরও পড়ুনঃ বাম-কংগ্রেসের সঙ্গে বৈঠকের সম্ভবনা ওয়াইসির
এদিনের এই সভায় বক্তাগণ তাদের বক্তব্যের সিংহভাগ বিধায়ক উদয়ন গুহের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে ব্লক ও অঞ্চল কমিটি গঠিত হয়েছে সেখানে বিধায়ক নিজের লোকজনদের নিয়ে গঠন করেছে। প্রকৃতপক্ষে তারা তৃণমূলের কর্মী নয়। দিনহাটা ২ নম্বর ব্লকে যাদের নেতৃত্বে তৃণমূল চলছে তারা গত লোকসভা ভোটে তৃণমূলকে ভোট দেয়নি। ফলে প্রকৃত যারা তৃণমূল কর্মী তাদের ওই কমিটিতে স্থান হয়নি। কাজেই নতুন করে কমিটি গঠন করা হোক বলে দাবি তোলেন বক্তারা। পাশাপাশি উদয়ন গুহ যাতে তৃণমূলের প্রার্থীপদ না পান তার জন্য জেলা ও রাজ্য নেতাদের কাছে আর্জি জানানো হবে বলে তারা কর্মীদের আশ্বাস দেন।
আরও পড়ুনঃ কংগ্রেস মালদা-মুর্শিদাবাদে আসন ছাড়বে না বলতেই মুখে কুলুপ সিদ্দিকীদের
মাস কয়েক আগে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি গঠনের পর থেকেই দিনহাটার বিধায়ক উদয়ন গুহের সঙ্গে মীর হুমায়ুন কবীর অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসছে। উভয় গোষ্ঠী আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করে চলেছে। ভোটের মুখে এই গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584