কেষ্টর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব,পঞ্চায়েত অফিস লক্ষ্য করে বোমাবাজি

0
37

পিয়ালী দাস, বীরভূমঃ

group clash | newsfront.co
এই গাড়িতেই বোমা মারা হয়। নিজস্ব চিত্র

বীরভূমের কাঁকরতলা থানার বাবুইজোর গ্রাম পঞ্চায়েত অফিসে ঘটল বোমাবাজি।তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার দখলদারী নিয়ে তৃণমূলের স্থানীয় নেতাদের মধ্যে বচসা শুরু হয়।

পরে বচসা থেকে পরিস্থিতি এমন দাঁড়াই যে শুরু হয় বোমাবাজি৷ অভিযোগ, একঘন্টা ধরে বোমাবাজি হয় পঞ্চায়েত অফিস লক্ষ্য করে।

আরও পড়ুনঃ মোবাইলের কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

ছোড়া হয় গুলি। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের গাড়িতে বোম মারা হয়। যদিও যার বিরুদ্ধে হামলার অভিযোগ সেই তৃণমূল নেতা আবদুল কাদেরী সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এই হামলার পিছনে যার হাত রয়েছে তার নাম পুলিশ ভালো করেই জানে।

সঠিক তদন্ত করলেই সব জানা যাবে। ঘোলা জলে অবশ্য মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি৷ বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, কি ঘটছে তা সাধারণ মানুষ বুঝতে পাড়ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here