তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
আজ ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেস দলের কার্যালয়ে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি প্রচার ও প্রসারের লক্ষ্যে এই বিশেষ প্রস্তুতি সভা।
আজকের এই বিশেষ প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায়, ভগবানগোলা বিধানসভার বিধায়ক পুত্র সাহিল আক্রাম, প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার, চাঁদ মোহাম্মদ, শেখ ইব্রাহিম, অরুণ সাহা সহ ব্লকের বিভিন্ন নেতৃত্ব।
আজকের এই বিশেষ প্রস্তুতি সভা ব্লক সভাপতি আব্দুর রউফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। ব্লক সভাপতি আব্দুর রউফ বলেন, সামনে রমজান মাস সেই সময় বিভিন্ন জায়গায় ইফতার এর ব্যবস্থা করা হবে। এছাড়া সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধি করার জন্য আজকের এই বিশেষ প্রস্তুতি সভা।
আরও পড়ুনঃ বহরমপুরে রাস্তার লাইট এবং টিউবওয়েল ভাঙা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584