নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মীর বাজারে মেদিনীপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ৭৮ তম প্রয়াণ দিবস পালন করা হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতা সুব্রত সরকার,মলয় রায় সহ আরও অনেকে। ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সেই সঙ্গে উপস্থিত সকলেই মোমবাতি জ্বালিয়ে মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জানান। ১৯৪২ সালের ২৯শে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা শহীদ হন। দেশের স্বাধীনতা আন্দোলনে তার অবদান দেশবাসী কোনদিন ভুলবে না।
আরও পড়ুনঃ গড়বেতায় কৃষি বিলের বিরোধিতা করে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল
তিনি দেশের পতাকা হাতে বন্দেমাতরম ধ্বনি ও ইংরেজ তুমি ভারত ছাড়ো বলতে বলতে প্রাণ ত্যাগ করেন। অবিভক্ত মেদিনীপুর জেলার স্বাধীনতা আন্দোলনের অন্যতম ছিলেন বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা।অবিভক্ত মেদিনীপুর জেলার বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার অলিনান গ্রামের মাতঙ্গিনী হাজরা ইংরেজদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিল তা আজও দেশবাসী মনে রেখেছে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের মীর বাজারে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584