দলে ফিরলেও নয়া কমিটিতে ঠাঁই হল না বিপ্লবের, কর্মে প্রবেশ শোকজ প্রাপ্ত যুবনেতার

0
74

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

করোনার সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বহু প্রতিক্ষিত দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা কমিটি আজ ঘোষণা হলেও তাতে ঠাঁই হলনা সম্প্রতি বিজেপি থেকে ফিরে আসা বিপ্লব মিত্রের।

leader | newsfront.co
নিজস্ব চিত্র

আজ বালুরঘাট শহরের তৃণমূল দলের নতুন জেলা কার্যালয় প্রাঙ্গণে ভিড়ে ঠাসা মঞ্চে এই নতুন জেলা কমিটির কথা ঘোষণা করেন দলের জেলা সভাপতি গৌতম দাস। যদিও ভোটের দিকে তাকিয়ে দলের গোষ্ঠী দ্বন্দ চাপা দিতেই ভারসাম্য বজায় রেখে নয়া কমিটি নতুন ও পুরোনোদের নিয়ে গড়া হয়েছে বলে তৃণমূল জেলা নেতৃত্বের দাবি।

আরও পড়ুনঃ ফের এনআইএ আদালতে তলব ছত্রধরকে

tmc leaders | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাসের দাবি জেলায় বিপ্লব মিত্র একজন বড় মাপের নেতা তাই দলে তাকে কোন পদ দেওয়া হবে তা একমাত্র ঠিক করে দেবে রাজ্য কমিটি। বিষয়টি যেহেতু তারাই দেখবে তাই এই নিয়ে কোন কথা তিনি এই মুহূর্তে বলতে নারাজ। পাশাপাশি তার আরও দাবি, দলের ভেতর গোষ্টী দ্বন্দ বলে এখন কোন বস্তু নেই। দল সবাইকে নিয়ে চলবে বলেই নতুন এই কমিটি ১০৬ জনকে নিয়ে গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ ভাঙাগেটের সামনে বসেই বিক্ষোভ বিশ্বভারতীর বর্তমান – প্রাক্তনীদের

অপরদিকে নতুন জেলা কমিটি ঘোষণার পাশাপাশি একই মঞ্চ থেকে জেলা যুব তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করেন জেলা তৃণমূলের যুব সভাপতি অম্বরীশ সরকার। আর এই ঘোষণার মধ্যে একটাই চমক, সদ্য তৃণমূলের তরফ থেকে শোকজ প্রাপ্ত কুমারগঞ্জ ব্লকের যুব সভাপতি অভিষেক গুহ’র নতুন কমিটিতে স্থান পাওয়া।

যদিও এবার তাকে আর সভাপতি হিসেবে রাখা হয়নি শুধু মাত্র সদস্য রাখা হয়েছে। তবে এর জেরে জেলা তৃণমূল সভাপতির গৌতম দাসের ব্যাখা, “তাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাবে রাজ্য কমিটি সন্তুষ্ট হয়েই তাকে দলের কাজে ফিরিয়ে নিয়েছে বাকি আরও তিন শোকজ প্রাপ্ত নেতাদের ব্যাপারে দল এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।”

এদিকে আজকের এই নতুন জেলা কমিটি কতটা কার্যকরী ও কমিটির পরিচালনায় আসন্ন বিধানসভা ভোটে দল জেলায় তাদের পুরোনো আসন গুলো ফিরে পায় কিনা , সে সময় বলবে। সেদিকেই তাকিয়ে জেলার তৃণমূলের কর্মীসমর্থকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here