অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলা একসময় লাল দূর্গ নামে পরিচিত ছিল। রাজনৈতিক পালাবদলের পরে সেই লাল দূর্গ ভেঙে জীর্ণ হয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পূর্ব বর্ধমান দখল করে নেয় তৃণমূল। এদিকে সামনেই আবার একুশের নির্বাচন, পূর্ব বর্ধমান জেলায় জয়ের ধারা অব্যাহত রাখতে জেলার প্রতিটি ব্লক ও শহর সংগঠনের কিছু রদ বদল করা হয়।
কোথাও কোথাও ব্লক সভাপতি পরিবর্তনে এসেছে নতুন সভাপতি। আবার কোথাও দেখা গেছে সেই আগের সভাপতিকে পুনরায় তার জায়গায় রেখে দেয়া হয়েছে। গতকাল নামের তালিকা প্রকাশ হওয়ার আগে থেকেই পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি ব্লকে তৃণমূল কর্মীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। তেমনি মন্তেশ্বর ব্লকেও এর ব্যতিক্রম দেখা যায়নি, সকাল থেকেই কর্মীদের মধ্যে ব্যস্ততা দেখা যায়।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের ঘেরাও করে তৃণমূল কর্মীদের বিক্ষোভ
মন্ত্রী স্বপন দেবনাথ গতকাল একে একে পূর্ব বর্ধমান জেলার ব্লক স্তরের সভাপতির নাম ঘোষণা করতে থাকেন। একসময় মন্তেশ্বর ব্লকের সভাপতি আজিজুল শেখ এর নাম দ্বিতীয় বার ঘোষণা হতেই আনন্দে ফেটে পড়ে মন্তেশ্বর ব্লকের তৃণমূল কর্মীরা। তার রেশ ধরে আজ সকাল থেকেই মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পার্টি অফিসে চলছে সংবর্ধনা অনুষ্ঠান, আবির খেলার সাথে মিষ্টিমুখ। সবুজ আবিরে ছেয়ে গিয়েছে গোটা মন্তেশ্বর ব্লকের তৃণমূল কার্যালয় গুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584