শালবনিতে তৃণমূলের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা

0
51

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে ও কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবীতে ওই ব্লকের কর্ণগড় অঞ্চলের বালিজুড়ি থেকে ভাদুতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

বিক্ষোভ মিছিলের শেষে ভাদুতলা এলাকায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তৃণমূলের জেলা কমিটির সম্পাদক সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের শালবনি ব্লকের সভাপতি নেপাল সিংহ, তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জীবন দাস, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম বেরা, তৃণমূল কংগ্রেসের নেতা তাপস দাস সহ আরো অনেকে। ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বহু মানুষের সমাগম হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুনঃ সোমবারও সরগরম দাঁতন, শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের

tmc rally | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সঙ্গে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। ওই সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী কে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে তৃণমূল নেতারা আবেদন জানান। দীর্ঘদিন দলে থেকে তিনটা দফতরের মন্ত্রী হয়েছেন। এখন তিনি তৃণমূলকে ছিন্নমূল বলে কটাক্ষ করেছেন, তিনি তৃণমূলকে চোর বলে আখ্যা দিচ্ছেন।

আরও পড়ুনঃ জেলায় নেই কর্মসংস্থান, মালয়েশিয়ায় ক্রিতদাসের জীবন কাটাচ্ছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

তাহলে কেন তার বাবা ও দুই ভাই এখনও তৃণমূল রয়েছে তার জবাব শুভেন্দু অধিকারীর কে দিতে হবে বলে ওই সভায় তৃণমূলের নেতারা তাদের ভাষণে তুলে ধরেন। তৃণমূলের নেতা সুজয় হাজরা বলেন ২০২১ সালে এই গদ্দার শুভেন্দু অধিকারী কে জঙ্গলমহলের মানুষ উপযুক্ত শিক্ষা দেবে। তার জন্য এখন থেকেই তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

তাই তৃণমূলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় হাজার হাজার মানুষ শামিল হয়েছেন। তিনি সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here