মনিরুল হক, কোচবিহারঃ
করোনা আবহের মাঝে চটুল গানের নাচের আসরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজার সৃষ্টি হল । ওই ঘটনায় শাসক দলের এক গোষ্ঠী অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেন, আর তা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায় বলে জানা গিয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের বটতলা এলাকায়।
আরও পড়ুনঃ জীবনের মূল্যে ট্রাম্পের নির্বাচনী র্যালি, দাবি সমীক্ষায়
আরও পড়ুনঃ হাতির তান্ডবে নিদ্রাহীন দিন কাটাচ্ছে আতঙ্কিত গ্রামবাসীরা
জানা গেছে, কোচবিহার জেলা কমিটি গঠনের পর দেওচড়াই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে শুরু হয়েছে চাপান উতোর। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই শিবির এক শিবিরের অভিযোগের ভিত্তিতে ,পাল্টা অভিযোগ তুলেছে। তাকে কেন্দ্র করে আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করে দেয় দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মজিবর রহমানের গোষ্ঠী। তুফানগঞ্জ থেকে কৃষ্ণপুর যাওয়ার রাজ্য সড়কে প্রতীকী পথ অবরোধও করে তারা ।
যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতা ফারুক মন্ডলের গোষ্ঠি। এদিন ফারুক মন্ডল জানান, এলাকায় কিভাবে অনুমতি ছাড়া এক চটুল গানের আসর বসল তা জানা নেই। তবে এই ঘটনায় আমরা কেউই জড়িত নই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584