নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। নব নিযুক্ত যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায়। জখম হন ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সহ চারজন।


আরও পড়ুনঃ বাসন্তীতে গালিগালাজের প্রতিবাদ করায় প্রতিবাদী গৃহবধূকে মারধোর
ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের তিনপাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেবীদাসপুরে। অভিযোগের তির উঠেছে তৃণমূলেরই জেলা পরিষদ সদস্য তথা মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষ আনারুল হক ও তার সঙ্গীদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ নিউ আলিপুরের বিলাসবহুল আবাসনে রহস্য মৃত্যু নিরাপত্তাকর্মীর
যদিও অভিযোগ অস্বীকার করেছে আনারুল হক। এদিকে গুরুতর জখম অবস্থায় ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ শহিদুল ইসলামকে প্রথমে অনুপনগর ও পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্লক জুড়ে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584