সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
তৃণমূল কংগ্রেসে ফের ভাঙন। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের অধ্যক্ষ শ্রীমন্ত কুমার মালীর ঘরে থাবা বসাল বিজেপি। শতাধিক তৃণমূল কর্মী এদিন বিজেপিতে যোগ দেন। নামখানার বিজেপির কার্যালয়ে মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দীপঙ্কর জানা ও কুল্পি বিধানসভার অবজারভার অরুন কুমার জানার হাত থেকে দলীয় পতাকা তুলেনেন তৃণমূলের পশুপতি গিরি। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন পশুপতিবাবু ।
নামখানা গ্রাম পঞ্চায়েতের শতাধিক কর্মী তার হাত ধরে এদিন বিজেপিতে যোগদেন। দুর্নীতি,স্বজন পোষণ সহ একাধিক অভিযোগে এই যোগদান বলে দাবি বিক্ষুব্ধদের। এদিন দীপঙ্কর জানা বলেন “তৃণমূলের দুর্নীতির অবসান ঘটাতে আজ কাতারে কাতারে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। বিধানসভা নির্বাচনে মানুষ সব কিছুর জবাব দেবে।
আরও পড়ুনঃ কার্যকর হল ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প
ভয় দেখিয়ে দলে টানার পরিকল্পনা নিচ্ছে শাসক শিবির। মানুষ এসবের পরিবর্তন চাই।” বিজেপির কুল্পি বিধানসভার অবজারভার অরুন কুমার জানা বলেন,”নামখানার মাটি থেকে সরে গিয়েছে তৃণমূল। আমপান ঘূর্ণিঝড়ে এলাকার ঘর বাড়ি উড়েছে ঠিকই।
এবার তার প্রভাবে তৃণমূল উড়ে যাবে।” এদিন নামখানার পাঁচ নম্বর মন্ডল সভাপতি দীলিপ কুমার জানার পাশাপাশি উপস্থিত ছিলেন বুথ স্তরের নেতৃত্ব সহ শতাধিক দল ত্যাগীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584