মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেস যখন করোনা আবহে বাংলায় উৎসব মরশুমের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বিজেপি ২০২১ সালের রাজ্য বিধানসভা ভোটের লক্ষ্যে নবান্ন অভিযান করে ভোটের ঢাকে কাঠি দিয়ে দিয়েছে। কিন্তু সাবধানী তৃণমূল ২১ এর নির্বাচনকে সামনে রেখে নিজের সংসার সাজাতে শুরু করে দিয়েছে।
তাই ভোট কুশলি প্রশান্ত কিশোরের কথা মত রাজ্যের অধিকাংশ জেলায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিলেন দলনেত্রী। তার কথায় জেলা কমিটি গুলো ঘোষণা করার পর, কোচবিহার জেলায় বিজেপির সাজানো পদ্ম উদ্যানে ঘাস ফুলের জন্ম দিয়ে চলেছে। তাতে জেলায় গেরুয়া শিবিরের দলীয় কার্যালয় খোলার লোক পাওয়া যাবে না বলে দাবি করেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।
জেলার নতুন কমিটি নিয়ে তিনি ২১-এর বিধানসভাকে পাখির চোখ করে দলের দায়িত্ব প্রাপ্ত নেতাদের কোচবিহারে জনসংযোগ বাড়াতে বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশ দেন। সেই কর্মসূচি অনুযায়ী কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস এগিয়ে আসে।
আরও পড়ুনঃ মণীশ খুনের তদন্তে বিহারে যাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি, ফাঁসানোর দাবি অর্জুন সিংয়ের
শনিবার এক সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “কোচবিহারে জনসংযোগ বাড়াতে বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করে সাধারণ মানুষের কাছে বাংলার উন্নয়নের বার্তা দেব।
দলীয় ওই কর্মসূচির সূচনা হবে হাথরাসে তরুণীর ধর্ষণকাণ্ডের বিচারের দাবিতে মহামিছিলের মাধ্যমে। আগামী ১২ই অক্টোবর কোচবিহারের রাসমেলা ময়দান থেকে মিছিল শুরু হবে সর্বস্তরের মানুষকে নিয়ে। এরপর দুর্গাপুজোর সময়ে প্রত্যেক পুজো মন্ডপের সামনে থাকবে যুব তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র।
আরও পড়ুনঃ শালবনিতে হাতির হানায় ব্যাপক ক্ষতি ফসলের, আতঙ্কিত গ্রামবাসীরা
এই কেন্দ্র থেকে দর্শনার্থীদের মাস্ক ও জলের বোতল বিতরণ করা হবে। ১৬ ই নভেম্বর থেকে কোচবিহার জেলার প্রতিটি ব্লকে আয়োজন করা হবে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা। করোনা আবহে কোচবিহারে রাসমেলা করা সম্ভব হলে সেখানেও থাকবে যুব তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র।
ডিসেম্বর মাসেই জেলার প্রতিটি ব্লকে কর্মী সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক সভাপতিদের। এছাড়া আগামী বছরের ২ জানুয়ারি জেলা ব্লক ও জেলা স্তরের নেতৃত্বকে নিয়ে করা হবে রাজনৈতিক কর্মশালা। এই কর্মশালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584