মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত হাওড়ার হাট বাজার এলাকায়। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্বরা।
তৃণমূলের অভিযোগ, আজ ভোর রাতে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী হাওড়ার হাট বাজার এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এর পাশাপাশি দলের পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ছবি ছিঁড়ে দেয় এবং কার্যালয়ে থাকা কিছু আসবার পত্র ভাঙচুর করে ।
এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, আজ ভোর রাতে কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের হাওড়ার হাট বাজার এলাকায় দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। ওই দলীয় কার্যালয়ে জিরানপুর ও পানিশালা অঞ্চলের মানুষ গুলো বসেন।
সেই কার্যালয়ে থাকা কিছু আসবার পত্র ও দলীয় পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলে। আমরা ইতিমধ্যে ওই এলাকায় সাধারণদের নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। তা আগামী দিনে জারি রাখা হবে তাঁদের সন্ত্রাসের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে বল ভেবে বোম নিয়ে খেলতে গিয়ে আহত দুই ছাত্রী
যদিও তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করে কোচবিহার জেলা বিজেপির মহিলা যুব মোর্চার সহ-সভানেত্রী অর্পিতা নারায়ণ জানান, তৃণমূল কংগ্রেসে পায়ের তলার মাটি সরে গেছে।ওই এলাকার মানুষ তাঁদের উপর ক্ষিপ্ত। সেই কারণে তারা ওই এলাকায় ঢুকতে পারছে না।
সেই কারণে তারা খবরে আসার জন্য নিজেদের দলীয় কার্যালয় ভেঙে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। কারণ বিজেপি এই ধরণের কাজকে সমর্থন করে না। ওই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। ওটা ভিত্তিহীন অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584