পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কোনো বিধায়ক শুভেন্দুর সাথে বিজেপিতে যোগ দিচ্ছেননা, জানালো জেলা নেতৃত্ব

0
81

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ ,শ্রীকান্ত মাহাতো ,আশীষ চক্রবর্ত্তী, প্রদীপ সরকার ,শিউলি সাহা সহ তৃণমূল কংগ্রেসের বিধায়কগণ। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশীষ চৌধুরী , গোপাল সাহা, তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ দলের জেলা কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ বড়ঞা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

stage | newsfront.co
নিজস্ব চিত্র

ওই সভায় দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে দলের কর্মসূচি গুলি কোন কোন এলাকায় হবে তা নির্ধারণ করা হয়। আগামী ২০শে ডিসেম্বর দাঁতনে একটি ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সভায় দলের সমস্ত নেতৃত্ব উপস্থিত থাকবেন। উল্লেখ করা যায় যে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী আগামী শনিবার প্রায় ২৭ জন বিধায়ক ও ৩৯ জন তৃণমূল নেতাকে নিয়ে আনুষ্ঠানিকভাবে মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বলে বিশেষ সূত্রে জানা যায়।

আরও পড়ুনঃ শুভেন্দুর পর কর্নেল দীপ্তাংশু-সহ একাধিক নেতা একসঙ্গে ইস্তফা দিলেন তৃণমূলে

public | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ  ভেটাগুড়ি বাজারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, বিক্ষোভে সামিল ব্যবসায়ীমহল

তারই পরিপ্রেক্ষিতে এই বর্ধিত সভায় তৃণমূলের জেলার ১৪ জন বিধায়ক উপস্থিত ছিলেন। জেলায় ১৫ জন বিধায়ক, এর মধ্যে একজন মারা গিয়েছেন। বর্তমানে তৃণমূলের ১৪ জন বিধায়ক রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলে জেলার সকল বিধায়ক জানান।

সেই সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশমতো পশ্চিম মেদিনীপুর জেলায় কাজ করবেন বলে অঙ্গীকার করেন এবং আগামী বিধানসভা নির্বাচনে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে তারা অঙ্গীকার করেন আগামী শনিবার কেউ শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন না। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন আমরা বিজেপির ওই সভা নিয়ে চিন্তিত নয়। কাদের সাথে মানুষ রয়েছেন তা আগামীদিনে প্রমাণিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here