তৃণমূলের রুদ্ধদ্বার বৈঠক

0
36

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কমিটি গঠন করার পাশাপাশি দল বিরোধী কাজের দায়ে দলের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনায় বসল জেলা তৃণমূলের নতুন কোর কমিটি। আজ জেলার বালুরঘাট শহরের সার্কিট হাউসে তৃণমূল সুপ্রিমোর গড়ে দেওয়া নতুন জেলা কোর কমিটির বৈঠক বসে। দলের জেলা সভাপতি তথা গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসের ডাকা এই বৈঠকে কোর কমিটির চেয়ারম্যান শংকর চক্রবর্তী ছাড়াও অপর দুই সদস্য সুভাষ চাকি ও ললিতা টিজ্ঞা উপস্থিত ছিলেন।

tmc meeting | newsfront.co
নিজস্ব চিত্র

কোর কমিটির মেম্বারদের পাশাপাশি সভায় আমন্ত্রণ মূলক ভাবে উপস্থিত ছিলেন জেলার অন্য দুই বিধায়ক বাচ্চু হাসদা ও তোরাফ হোসেন মন্ডল ছাড়াও বেশ কয়েকজন নেতৃত্ব। দুপুর ১২ টা থেকে টানা কয়েক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক চলার পর লাঞ্চের বিরতির সময় জেলা সভাপতি গৌতম দাস অপেক্ষামান সাংবাদিকদের জানান তাদের বৈঠক এখনও শেষ হয় নি।

আরও পড়ুনঃ অবলুপ্তির পথে খালাসি পদ, নতুন করে নিয়োগে নিষেধাজ্ঞা রেলের

সাময়িক বিরতির পর ফের বৈঠক বসবে। তিনি জানান, মূলত তাদের আজকের বৈঠকে রাজ্য নেতৃত্বের বেঁধে দেওয়া নির্দেশ ও জেলার সাময়িক দলের পরিস্থিতি আলোচনার মধ্যমে নতুন জেলা কমিটি তৈরি করা হবে। পুরোনো ও নতুন মিলিয়ে তাদের কার্যকারিতা বিচার করেই কমিটি গঠন করে তা রাজ্য কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।

tmc member meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য কমিটি নেবে বলে গৌতম বাবু জানান। পাশাপাশি তিনি এও জানান দলে থেকে দল বিরোধী কাজের জন্য দলের বেশ কয়েকজনের নাম তাদের কাছে জমা পড়েছে। আজকের বৈঠকের শেষের দিকে তারা এই নিয়ে আলোচনার মাধ্যমে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন এবং তা পরে জানিয়ে দেবেন।

আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন মাথাভাঙার নরেন্দ্র নাথ দত্ত

এদিকে জানা যাচ্ছে দল বিরোধী কাজের অভিযোগে জেলায় অর্পিতা ঘনিষ্ট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে দল। জেলার রাজনৈতিক মহলের মতে, দলে ফের বিপ্লব মিত্র ফিরে আসায় এটা যে হবে তা সবার জানা ব্যাপার। এখন দেখার, বিপ্লব মিত্র দলে যোগ দেওয়ার পর নতুন জেলা কমিটিতে তার ঘনিষ্টদের কতখানি জায়গা হয়।

কেননা অর্পিতাকে সরিয়ে তৃণমূল নেত্রী গৌতম দাসকে জেলা সভাপতি করার কয়েকদিনের মধ্যে গৌতম বাবু নতুন জেলা কমিটি গড়ে তা অনুমোদনের জন্য রাজ্য কমিটির কাছে পাঠাতে না পাঠাতেই বিপ্লব মিত্র দলে ফের তার ভাইকে নিয়ে যোগ দেওয়াতে নেত্রীর নির্দেশে গৌতম দাসকে তার আগের জেলা কমিটি ছিঁড়ে ফেলে নতুন কমিটি গঠন করা ছাড়া আর ভিন্ন পথ নেই।

এখন দেখার নতুন জেলা কমিটিতে কে কে স্থান পান। তাহলেই বোঝা যাবে বিধানসভা ভোটের আগে দল ২০১১ সালের মত দৌড়ে চলবে না ২০১৬ -র মত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। এখন দলের সবাই সেদিকেই তাকিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here