উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ডুমুরজলাতেই রবিবারের বিজেপির সভার পাল্টা সভা করার সিদ্ধান্ত নিল তৃণমূল। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালদের মতো হেভিওয়েট তৃণমূল নেতাদের দল ছেড়ে বিজেপিতে যোগদানের পরদিনই হাওড়ার ডুমুরজলায় মেগা সভা করল বিজেপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সশরীরে হাজির থাকতে না পেরে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই সভার পর কয়েক ঘণ্টাও কাটল না, ওই স্থানেই পালটা সভা করার কথা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি ডুমুরজলাতেই পালটা সভা করবে তৃণমূল কংগ্রেস। সেই সভা থেকেই বিজেপির সমস্ত আক্রমণের জবাব দেওয়া হবে, রবিবার এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অরূপ রায়। জানালেন, “আগামী ৭ ফেব্রুয়ারি ডুমুরজলাতেই পালটা সভা করবে তৃণমূল। ওই সভা থেকেই বিজেপিকে উত্তর দেওয়া হবে।”
এদিকে, ঠাকুরনগরে রাস্তার পাশে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্লেক্স ছেঁড়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার পাশে থাকা অমিত শাহের ওই ফ্লেক্সটির পাশে একটি গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে এক যুবক নেমে ফ্লেক্সটি ছিঁড়ে দেয়। তারপর ফের গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতারা। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের হামলার প্রতিবাদে সবং- এ থানা ঘেরাও
প্রসঙ্গত, এবার দু’দিনের বঙ্গ সফরে এসে ঠাকুরনগরে সভা করার কথা ছিল শাহের। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হওয়ায় সেই সভা আপাতত স্থগিত হয়েছে। তবে শীঘ্রই সেখানে আসবেন অমিত শাহ, এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।
আরও পড়ুনঃ বেইমানরা কারোর আপন হতে পারে না, মেদিনীপুরে বললেন সুজাতা
রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো হেভিওয়েট তৃণমূল নেতাদের দল ছেড়ে বিজেপিতে যোগদানের পরদিনই হাওড়ার ডুমুরজলায় মেগা সভা করল বিজেপি। আর এই সভার পর কয়েক ঘণ্টাও কাটল না, ওই স্থানেই পালটা সভা করার কথা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584