সালারে বড়সড় পথ দুর্ঘটনায় মৃত ২

0
75

কবির হোসেইন ও তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার সালিন্দা এলাকায় বৃহস্পতিবারের দিন বিকেলে মোটরবাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ ব্যক্তির এবং আহত হলেন দুজন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে একটি মোটর বাইকে করে সাহেদ শেখ, ধুলু শেখ ও কায়েদ শেখ নামের তিন ব্যক্তি যাচ্ছিলেন। তখনই  সালিন্দা এলাকায় অপর দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরবাইকের। সংঘর্ষের ফলে সাহেদ শেখ নামের  বছর ছাব্বিশের বয়সী ব্যক্তির মৃত্যু হল এবং গুরুতর জখম হন ধুলু শেখ এবং কায়েদ শেখ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে  কান্দি মহাকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।

roadaccident salar
নিজস্ব চিত্র 

আরও পড়ুনঃ কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহলন্দীতে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি

মৃত এবং আহদের বাড়ি ভরতপুর থানার সিজগ্রামে বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত এই দুইজনের মধ্যে একজন মারা গেছেন  কান্দি মহাকুমা হাসপাতালে ও অন্যজন মারা যান বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here