তৃণমূলের শান্তি মিছিলে পা মেলালেন মনীশ খুনের অভিযুক্তরাও

0
85

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ

আজ, মঙ্গলবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি মিছিল করল তৃণমূল কংগ্রেস। টিটাগড় থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে। মিছিলের নেতৃত্বে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, মদন মিত্র সহ দলের জেলা নেতৃত্ব। এছাড়াও এই মিছিলে পা মেলান মণীশ খুনে অভিযুক্ত উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরী।

TMC Rally | newsfront.co
তৃণমূলের শান্তি মিছিল

মিছিল শেষে চিড়িয়ামোড়ে এক সভায় ফিরহাদ হাকিম হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাকে উত্তরপ্রদেশ, বিহার বানাতে চাইছে বিজেপি। সেই উদ্দেশ্য সফল হবে না।“ এদিকে বিজেপির কটাক্ষ, খুনের রাজনীতি করে এখন শান্তি মিছিল করছে তৃণমূল।

টিটাগড়ে বিজেপির যুব নেতা ও প্রাক্তন কাউন্সিলর মণীশ শুক্লা খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এর আগে ব্যারাকপুর থেকে টিটাগড় পর্যন্ত মোমবাতি মিছিল করে বিজেপি। মঙ্গলবার টিটাগড় থেকে ব্যারাকপুর পর্যন্ত শান্তি মিছিল করে তৃণমূল।

আরও পড়ুনঃ মদ্যপান নিয়ে বচসার জেরে কসবায় আত্মঘাতী সেনা জওয়ান

দলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “১৬ অক্টোবর জগদ্দল ও নোওয়াপাড়ায় আরও দুটি শান্তি মিছিল হবে। ১৭ অক্টোবরও মিছিল হবে।” এদিকে ১৬ অক্টোবর বিজেপি ব্যারাকপুরে মিছিল করবে। তৃণমূল ও বিজেপির মিছিল পাল্টা মিছিলকে কেন্দ্র করে ফের উত্তেজনার পারদ চড়ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে।

আরও পড়ুনঃ পুরুষ বন্ধু জুতোর সমান! বিজ্ঞাপন বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইল সংস্থা

মঙ্গলবার শান্তি মিছিলে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “২০১৯ লোকসভায় স্বল্প ভোটে এখানে এক সাংসদ জয়ী হয়েছেন। তার মানে এই নয় জমিদারী পেয়ে গেলেন। তারপর থেকেই পার্টি অফিস দখল, বোমাবাজি, মানুষকে মারধর চলতে থাকে। এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। ব্যারাকপুরে বিজেপির আতঙ্ক ও অশান্তির প্রতিবাদেই এই শান্তি মিছিল।”

মণীশ খুনের এফআইআর-এ ব্যারাকপুরের পুরপ্রশাসক উত্তম দাস ও টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরীর নাম রয়েছে। এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেন, এঁদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে এঁরা কোনওভাবেই যুক্ত নয়।

সাংসদ সৌগত রায়ের দাবি, “মণীশের খুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই, ছিল না। পুলিশ তদন্ত করছে। মণীশের হত্যাকে কেন্দ্র করে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here