২১ শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা জমায়েতের উদ্দেশ্যে দেওয়াল লিখন শুরু জলঙ্গীতে

0
73

সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ  

তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক দিন ২১ শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা জমায়েত,আর সেই শহীদ দিবস গত দুবছর ভার্চুয়ালি পালন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কোভিডের কারণে গত দুই বছর রাজ্যের প্রত্যেক বুথে,দলীয় কার্যালয় সহ মোড়ে,মোড়ে  অনলাইনের মাধ্যমে টিভি তে ২১ শে জুলাই শহীদ দিবস পালন করা হয়। বর্তমানে কোভিড অনেকটা নিয়ন্ত্রণে ,তার জন্য ২০২২ সালের ২১ শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় ঐতিহাসিক জমায়েত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস।

নিজস্ব চিত্র 

আরও পড়ুনঃ গড়বেতা-২ নং ব্লকের মাকলি গ্রামপঞ্চায়েত গ্রামসভা ও বন অধিকার কমিটি গঠন

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের প্রতিটি ব্লক থেকে বিপুল পরিমাণে তৃণমূল কর্মী সমর্থকদের  ধর্মতলায় নিয়ে যাওয়ায় নির্দেশ দেন। আর সেই দিন জমায়েত করার জন্য এবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গী দক্ষিণ জোনের ব্লক সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে ব্লকের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে দেওয়াল লিখন শুরু করেন ব্লক সভাপতি রাকিবুল ইসলাম নিজেই। দেওয়াল লিখন শুধু নয় প্রতিটা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি ও জনপ্রতিনিধি নিয়ে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সহ সাংগঠনিক আলোচনা শুরু করেছেন ব্লক সভাপতি নিজে প্রত্যেক অঞ্চলে গিয়ে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here