নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে এলাকার দুঃস্থ মানুষদের পরিষেবা পৌঁছে দিতে ঝাঁপিয়ে পড়েছেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাজ্যে করোনা আবহের মধ্যেও এলাকার বাসিন্দারা যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য নানা ভাবে সহযোগীতা করতে দেখা যাচ্ছে যুব কর্মীদের। আর এই কর্ম প্রক্রিয়ার সাথে যুক্ত কর্মীরা যাতে সুস্থ থাকে,তার জন্য এদিন তাঁদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন পুলিশের ডিজি-সিকিউরিটি অ্যাডভাইজার
মঙ্গলবার ইসলামপুর পুরসভার একটি কক্ষে যুব কর্মীদের হাতে এই সামগ্রী বিতরণ তিনি। এর পাশাপাশি গৌতমবাবু জানান, মূলত জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলার বিভিন্ন ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তারা সমস্ত যুব কর্মীদের এই পরিষেবা পৌঁছে দিচ্ছেন।
এমনকি দুঃস্থ মানুষদের পরিষেবা পৌঁছে দিতে গিয়ে তারা যেন সুস্থ থাকেন তার জন্যই এই উদ্যোগ। তবে গোটা জেলায় এর জন্য দলীয়ভাবে তারা পাঁচ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণের ব্যবস্থা করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584