নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
খোলা বাজারে আলুর দাম সরকারি বরাদ্দের দামের থেকে বেশি। আর তাই মিড ডে মিল প্রকল্পে বিলির জন্য বিডিওদের মাধ্যমে আলু বরাদ্দের দাবি জানাল তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন।
সোমবার এই দাবিতে উত্তর সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের নেতৃত্বে এদিন রায়গঞ্জের কর্নজোরায় জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দীপক ভক্তের কাছে ১১ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। এছাড়াও লকডাউনের ফলে সরকারি স্কুল তালাবন্ধ হয়ে আছে গত তিনমাসের বেশি সময় ধরে।
আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্স চালকদের মাস্ক, স্যানিটাইজার বিলি হরিশ্চন্দ্রপুরে
স্কুল বন্ধ অবস্থায় ছাত্রছাত্রীদের প্রতিমাসে চাল ও আলু বিলির জন্য কেনা আলুর দাম নিয়ে এবারে মহা সংকটে পড়েছে শিক্ষক মহল। রাজ্য সরকার প্রতি কেজি আলুর জন্য বরাদ্দ করেছে ২২ টাকা। অন্যদিকে এদিন সংগঠনের উদ্যোগে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে তাদের হাতে পেনসিল, খাতা তুলে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584