শ্যামল রায়,কাটোয়াঃ
সোমবার কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়।
এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংসদ সুনীল মণ্ডল সুব্রত মজুমদার নরেশ মণ্ডল গৌতম ঘোষাল সহ অনেকে।
এদিন বিকেল তিনটে থেকে পদযাত্রা শুরু হয় কাটোয়া শহরের ঘোষহাট থেকে। দীর্ঘ পাঁচ কিলোমিটার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করেন এবং কাটোয়া শহরের চৌরাস্তাতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে আজকের সাধারণ মানুষের নাভিশ্বাস। ডিজেল পেট্রোলের দাম বাড়ছে বাড়ছে গ্যাসের দাম তাই সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকাটাই যেন আজ দুর্বিষহ হয়ে উঠছে। কেন্দ্রের বিজেপি সরকার শুধুমাত্র জনবিরোধী নীতির ফলেই এই দুর্বিষহ অবস্থায় পরিণত হয়েছে সারা দেশে। একদিকে একাধিক জনবিরোধী নীতি অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক মনোভাব এর ফলে শান্তিপ্রিয় এলাকাগুলো ক্রমেই যেন অশান্তি হয়ে উঠতে পারে তার একটা বড় ষড়যন্ত্র হচ্ছে গ্রামে গ্রামে। বাংলার মানুষ যথেষ্ট সচেতন তাই অশান্তির ফাঁদে পা দেবে না এই বিশ্বাস আমাদের আছে।
এদিন কার মহামিছিলে হাজারে হাজারে কর্মীসমর্থকরা অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও আগামী ২১ জুলাই এর প্রস্তুতি হিসেবে মিছিলের গুরুত্ব ছিল বলে জানিয়েছেন তৃণমূলের নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584