মনিরুল হক, কোচবিহারঃ
সিএএ বিরোধী আন্দোলনে সামিল হল তৃনমূল কংগ্রেস। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যেজুড়ে লাগাতার আন্দোলন করছে তৃনমূল কংগ্রেস। কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন আন্দোলনের প্রধান মুখ হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে তৃণমূলের এই কর্মসূচী।
শুক্রবার রাজ্যের অন্যান্য জেলার সাথে হাত মিলিয়ে কোচবিহারে চললো তৃনমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ, মিছিল কেন্দ্রের সংশোধনী বিলের বিরুদ্ধে। এদিন কোচবিহার জেলার ১ নং ব্লকের বিডিও অফিসে ওই আইনের বিরুদ্ধে প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখায় তৃনমূল কর্মীরা।
এবিষয়ে তৃনমূল কংগ্রেস নেতা খোকন মিঞা বলেন, ‘নো এনআরসি, নো ক্যাব’ এই শ্লোগানকে সামনে রেখে রাজ্যে জুড়ে শুরু হয়েছে গণআন্দোলন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ জুড়ে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা মনে করি, কেন্দ্রীয় সরকার এই বিল এনে দেশে বিভাজনের রাজনীতি করছেন। এর ফলে দেশ জুড়ে এক অস্থিরতার তৈরি হয়েছে। আমরা তাই সিএএ বিরোধী আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নিয়ে যাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584