নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কলকাতাতেও আছড়ে পড়তে চলেছে দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ। আন্দোলনের নেতৃত্বের সঙ্গে ফোনে কথাও বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে তিনি যে পাশে রয়েছেন সেই বার্তা পৌঁছে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
এর আগে কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে একাধিক আন্দোলন-কর্মসূচি পালন করেছে তৃণমূল। এবার কলকাতায় টানা তিন দিন অব্স্থান-সমাবেশ আয়োজন করতে চলেছে দলের কিষাণ ও ক্ষেতমজুর সংগঠন।
আগামী ৮, ৯ ও ১০ ডিসেম্বর গান্ধী মূর্তির পাদদেশে তিন দিনের জন্য অবস্থান-বিক্ষোভ করতে নির্দেশ দেওয়া হয়েছে কিষান ও ক্ষেতমজুর সংগঠনের সভাপতি বেচারাম মান্নাকে। অবস্থান বিক্ষোভের শেষদিন অর্থাৎ ১০ ডিসেম্বর বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক কর্মসূচি এদিন ঘোষণা করা হয়েছে দলের তরফে।
আরও পড়ুনঃ বঙ্গ বিজেপির নির্বাচন ম্যানেজমেন্টে গুরুত্ব অনুপমকে
এদিন রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। ১১ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ‘বঙ্গ ধ্বনি’ পদযাত্রা করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৪২ হাজার ৬০০ গ্রামে পৌঁছবেন তৃণমূল নেতৃত্ব ও বিধায়করা। মোট ২.৫ লক্ষ কিলোমিটার হাঁটবেন তাঁরা।
আরও পড়ুনঃ বৈশাখীর জন্য রাজ্যপালের কাছে শোভন
রাজ্যের উন্নয়নের সমস্ত খতিয়ান তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে, একই সঙ্গে সরকারি প্রকল্প ও কাজের প্রচার করা হবে। কারও কোনও অভিযোগ থাকলে তাঁরা তা জানাতে পারবেন বিধায়ক ও কাউন্সিলরদের। এটাই বঙ্গের ধ্বনি।
৭ ডিসেম্বর মেদিনীপুরের জনসভা থেকে রাজনৈতিক কর্মসূচি সূচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে বেশ কয়েকটি জনসভা করবেন তৃণমূল নেত্রী। এরপর জনসভা করবেন ৮ ডিসেম্বর রাণিগঞ্জ, ৯ ডিসেম্বর বনগাঁ, ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা পার্শ্ববর্তী এলাকায়, ১৬ ডিসেম্বর কোচবিহার। প্রতিবছরের ন্যায় এবারও ৬ ডিসেম্বর ব্লকে ব্লকে ‘সংহতি দিবস’ পালন করবে তৃণমূল। ৮ ডিসেম্বর জেলা সদরে কৃষক-শ্রমিক বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584