নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রেলের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস। ১লা মার্চ আলিপুরদুয়ার শহর লাগোয়া নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের সামনে থেকে ৫০ থেকে ৬০ টি দোকান তুলে দেয় রেল কতৃপক্ষ।
বুধবার স্টেশনের সামনে সেই এলাকায় রেল বেড়া দিতে এলে আন্দোলন শুরু করে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস দলের প্রাক্তন কাউন্সিলর দীবাকর পালের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে জমায়েত হন। এছাড়া আই এন টি টি ইউ সি অনুমোদিত তৃণমূল কংগ্রেসের রেলের শ্রমিক ইউনিয়ন সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
আরও পড়ুনঃ দিল্লি হিংসার প্রতিবাদে মিছিল তৃনমূল কংগ্রেসের
আলিপুরদুয়ার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীবাকর পাল (পল্টন ) বলেন, “এখানে যারা দোকান দিয়েছিলেন তারা প্রত্যেকে গরীব মানুষ।
সকলেই আশপাশ এলাকার বাসিন্দা। স্টেশনের সামনে রাস্তা বেহাল। তাতে রেলের কোন নজর নেই। আর এই গরীব মানুষগুলোর দোকান নিয়ে মাথা ব্যাথা হয়ে গেল। এই দোকানগুলো চলাফেরাতে কোন অসুবিধে করেনি। এদের বিকল্প পুনর্বাসন না দিলে এই এলাকায় বেড়া দিতে দেব না আমরা। রেলের রাস্তা সারাই করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584