সিএএ-র প্রতিবাদে কালিয়াগঞ্জ থানার সামনে অবস্থান-বিক্ষোভ তৃণমূলের

0
83

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

একদিকে যখন লোকসভায় সাধারণ বাজেট পেশ করল দেশের অর্থমন্ত্রী। ঠিক তখন এই সেই লোকসভায় পাস হওয়া এনআরসি, এনপিআর ও সিএএ-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে নামল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ থেকে কালিয়াগঞ্জের পুরপতি কার্তিক চন্দ্র পাল।

অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র

শুধু তাই নয় তাদের সঙ্গে সঙ্গ দেন জেলা পরিষদের কমেন্ট অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ কালিয়াগঞ্জের শহর ও ব্লক তৃণমূল কর্মীরা। আজ তাদের সকলকেই দেখা গেল কালিয়াগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হতে আর কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী এনআরসি, সিএএ এবং এনপিআর-এর বিরুদ্ধে স্লোগান দিতে।

এদিন স্লোগানের পাশাপাশি তারা মাঝে মাঝে বক্তব্য রাখেন। দুপুর দুটো থেকে তাদের এই কর্মসূচি চলে বিকেল চারটা অব্দি। তৃণমূল কংগ্রেসের এই অবস্থান-বিক্ষোভকে কেন্দ্র করে সাধারণ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here