সজিবুল ইসলাম,ডোমকলঃ
কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকার বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও পথ সভার নির্দেশ দেন সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই নির্দেশে জলঙ্গী ব্লকের দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মতিউর রহমান ডলার নেতৃত্বে কাজীপাড়া স্কুল মোড় থেকে দেবীপুর বাজার পর্যন্ত বিশাল মিছিল ও জমায়েত করলেন এদিন ।সভায় বক্তব্যর মধ্যে বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন যে কেন্দ্র সরকার যে ভাবে রাজ্যের পাওনা টাকা থেকে বঞ্চিত করছেন। তারি কারণে এদিন সাধারণ মানুষ তাদের পাওয়া আদায়ের জন্য পথে নেমেছে।
অঞ্চল সভাপতি ডলার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ও জলঙ্গী বিধান সভার বিধায়ক আব্দুর রাজ্জাক সহযোগিতায় এদিন এই মিছিল ও পথ সভা করা হলো।একই ভাবে খয়রামারি অঞ্চল সভাপতি নাসিরুদ্দীন বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি মো ইউসুফ আলী নেতৃত্বে কর্মী সমর্থক গণ দের নিয়ে খয়রামারি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে প্রতিবাদ মিছিল ও পথ সভা করেন।
আরও পড়ুনঃ ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের বিক্ষোভ
অঞ্চল সভাপতি নাসিরুদ্দীন বিশ্বাস বলেন বিজেপি সরকার শুধু বিভাজনের সরকার ,দেশে কোনো কাজ করার মতো ক্ষমতা নেই।তাই রাজ্যের পাওনা টাকা থেকে বঞ্চিত করে রয়েছেন। সহসভাপতি মো ইউসুফ আলী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ও বিধায়কের সহযোগিতায় এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করা হলো পঞ্চায়েত অফিসের সামনে। এদিনের মিছিলে চোখের পড়ার মত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক গণ উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584