নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ বহরমপুরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃনমূলের বিক্ষোভ মিছিল করা হল। বহরমপুর বিধানসভার চেয়ারম্যান তথা বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জী জানান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী ও জননেতা অভিষেক ব্যানার্জীর নির্দেশে অনুসারে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, পেগাসাস এবং পেট্রোপন্য ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল।
তিনি আরও জানান, ‘শুধু সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর আসনে বসার। কারণ গোটা ভারতবর্ষের আবাল-বৃদ্ধ-বনিতা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা। সেজন্যই তার এই শক্তিকে কণ্ঠরোধ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে বিজেপি সরকার।
এমনকি ত্রিপুরায় পিকের টিমকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। এই সরকার বড়লোকদের সরকার গরীবের নয়। আর এইসবের বিরুদ্ধেই আয়োজন করা হয়েছে এই মিছিলের। গতকাল ৪ নং ওয়ার্ডের বিক্ষোভ মিছিল করা হয়েছিল আর আজ ১৫ নং ওয়ার্ড সভাপতি রাজা চ্যাটার্জির উদ্যোগে এই মিছিল।’
আরও পড়ুনঃ ধসে গিয়েছে ফরাক্কার পূর্বপারের ফিডার ক্যানেলের রাস্তার এক প্রান্ত, আতঙ্ক
আজকের মিছিল শুরু হয় রেশমঘরের মোড় থেকে। আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ডের নেতা, নেত্রী ও কর্মীবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584