মেদিনীপুর শহরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা তৃণমূলের

0
69

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কন্যাকে গণধর্ষণ করে খুন এবং প্রমাণ লোপাটের প্রতিবাদে এবং দেশের কৃষক বিরোধী কালা আইনের প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে দলীয় পদযাত্রায় সামিল হলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশমন্ত্রী ড. সৌমেন কুমার মহাপাত্র , তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুইঁয়া, জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি,বিধায়ক দিনেন রায়, সহ আরও অনেকে।

tmc meeting | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

ওই পদযাত্রায় ও বিক্ষোভ সভায় কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক শামিল হয়েছিলেন।মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে। বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভ সভায় রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র তার ভাষণে বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে। যে কৃষি বিল কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। ওই বিল কৃষকদের সর্বস্বান্ত করে ছাড়বে। দেশে খাদ্য সংকট দেখা দেবে। তাই দেশজুড়ে কৃষকরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। তিনি কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সারা দেশটাকে ওরা বিক্রি করে দিতে চাইছে। ২৬ টি সরকারি সংস্থাকে বেসরকারিকরণের চক্রান্ত শুরু করেছে। ওরা রেলকেও বিক্রি করে দেবে। ওরা দেশের গরীব মানুষের কথা চিন্তা করেনা। ওরা কয়েকজন পুঁজিপতি শিল্পপতির কথা চিন্তা করে। তাই পুঁজিপতিদের স্বার্থে ওই কালা আইন কৃষক বিরোধী কৃষি বিল পাস করেছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী রয়েছেন ততদিন বাংলায় কৃষক বিরোধী কৃষি বিল চালু করা হবে না।”

rally | newsfront.co
জনাসমাগম। নিজস্ব চিত্র

বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশের যোগী সরকার এক দলিত কন্যাকে ধর্ষণ করে খুন করে তার পরিবারকে মৃতদেহ না দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার তিনি আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বিজেপির পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।

tmc crowd | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন তিনি। সাংসদ মানস ভুঁইয়া বিজেপিকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দেন।

আরও পড়ুনঃ তৃণমূলের মধ্যেই মাওবাদীরা আছেনঃ সূর্যকান্ত মিশ্র

সেই সঙ্গে তিনি বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তাই আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি হাজার চেষ্টা করেও বাংলার ক্ষমতা দখল করতে পারবে না। কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আস্তাকুঁড়েতে ছুঁড়ে ফেলে দেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here