নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জাতীয় নাগরিকপঞ্জি চূড়ান্ত তালিকায় নাম না থাকায় হতাশ অসমের বহু বাসিন্দা। কোথাও পরিবারের এক-দুজনের নাম বাদ পড়েছে আবার কোথাও গোটা পরিবারের নাম নেই। অসমের জাতীয় নাগরিকপঞ্জিকে প্রথম থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। অসমের নাগরিকপঞ্জি নিয়ে অসম-বাংলা সীমান্ত এলাকা বারবিশায় এনআরসি নিয়ে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোম্বামী।
রবিবার বিকালে কুমারগ্রাম ব্লকের বারবিশায় বিবেকান্দ ক্লাব ময়দান থেকে একটি মহা পথযাত্রা শুরু করে তৃণমূল কংগ্রেস পথযাত্রাটি জাতীয় সড়ক ধরে বারবিশা চৌপথিতে শেষ হয়। পথযাত্রাতে উপস্থিত ছিলেন তৃণমৃল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোম্বামী , জেলা কোর্ডিনেটর দশরথ তিরকে কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়, তৃণমূল মহিলা কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভানেত্রী শীলা দাস (সরকার), তৃণমৃল কংগ্রেস নেতা বিপ্লব নার্জিনারি, দুলাল দে সহ অন্যান্যরা। এদিন মিছিল শেষে বারবিশা চৌপথিতে পথসভা করে তৃণমূল কংগ্রেস। কড়া ভাষায় বিজেপির সমচলনা সরব হন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুনঃ জল সংকটে রোধে নতুন প্রকল্প মেমারি পুরসভায়
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোম্বামী বলেন , ১৯ লক্ষ মানুষকে এনআরসিতে নাম নথিভুক্ত না করে তাঁদেরকে বিদেশী আখ্যা দেওয়ার যে অপচেষ্টা চলছে এনআরসি নিয়ে বিজেপির যে রাজনীতি চলছে সেই প্রতিবাদেই এই মহামিছিল।
যারা আশঙ্কায় ভুগছেন তাঁদের পাশে তৃণমূল কংগ্রেস আছে থাকবে। বিজেপিকে বার্তা দিচ্ছি এই ধরণের রাজনীতি বন্ধ কর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584