মনিরুল হক, কোচবিহারঃ
একুশের বিধানসভা ভোটের এর আগে কোচবিহারে নিজেদের শক্তি প্রদর্শন করতে এবং কেন্দ্রীয় সরকারের জন বিরোধী কৃষক বিল (আইন) ও দলিত তপশিলি জাতির মহিলাদের অমানসিক নির্যাতনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল করা হল কোচবিহারের রাজপথে।
যা কার্যত স্তব্ধ করে দিয়েছে কোচবিহার শহরকে। এই প্রতিবাদ মিছিলকে দলীয় ভাবে ঐতিহাসিক প্রতিবাদ মিছিল বলে অভিহিত করেছেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়। সোমবার এই প্রতিবাদ মিছিল শুরু হয় কোচবিহার রাসমেলার মাঠ থেকে। বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শহরের জেনকিনস স্কুলের সামনে পথসভা করে তৃণমূলের দলীয় নেতৃত্ব।
এদিন জেলা সভাপতির এই প্রতিবাদ মিছিলে জেলার ৫টি মহকুমার ১২ টি ব্লক এবং ৬টি পুরসভার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হন। কর্মী সমর্থকদের উপস্থিত করে নেতাদের খুশি করলেও এদিন সভায় ২-১ জন বিধায়ক ছাড়া আর কাউকেই দেখা গেল না। যদিও কারণ হিসেবে নেতারা দাবি করেন শিলিগুড়িতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সন্ধ্যায় উপস্থিত হয়েছেন। বিধায়করা সেখানে গিয়েছিল বলে তাই তাদের দেখা যায়নি।
দলীয় সূত্রে জানা যায়, রাজ্য নেতৃত্ব কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি নিয়ে বেশ একটা খুশিতে নন। তাই আজ সন্ধ্যায় তার অনুসন্ধান করতে শিলিগুড়িতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই তিন জেলার বিধায়কদের সেখানে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ তৃতীয় দিনে বালুরঘাটে অস্থায়ী-অশিক্ষক কর্মীদের অনির্দিষ্ট কালের অনশন
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় জানান, “কেন্দ্রীয় সরকারের জন বিরোধী কৃষি বিল ও দেশে জুড়ে মহিলাদের অমানসিক নির্যাতনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল সংগঠিত হল। আপনারা জানেন কোচবিহার জেলায় বিজেপি ৫ হাজার মানুষ নিয়ে মিছিল করে লাফালাফি করছিল। আজকে আমরা ১ লক্ষের বেশি মানুষ নিয়ে মিছিল করছি।” ২০২১ এর বিধানসভা ভোটে কোচবিহার থেকে বিজেপিকে নির্মূল করা হবে বলে জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584