মনিরুল হক, কোচবিহারঃ
কেন্দ্রীয় সরকারের আনা কৃষক বিরোধী বিলের প্রতিবাদে এবং উত্তরপ্রদেশে দলিত নির্যাতন এবং গণধর্ষণের প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার মাথাভাঙা বিধানসভার অন্তর্গত নিশিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ মিছিল করা হয়।

এদিন ওই মিছিলে নেতৃত্ব দেন মাথাভাঙার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। জানা গেছে, নিশিগঞ্জে এই প্রথম এত বড় মিছিল করল তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে নিশিগঞ্জ বাজার এলাকায় পথসভা সংঘটিত হয়। এদিনের মিছিলে তৃণমূল কর্মী সমর্থক ও মহিলা, ছাত্র-যুব এবং কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আরও পড়ুনঃ আড়াই বছরের মধ্যে কুল্পীতে প্রধান পরিবর্তন, জল্পনা রাজনৈতিক মহলে
এদিন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল এনেছে তাতে কৃষকদের সর্বনাশ হবে।” এবং উত্তরপ্রদেশে হাথরাসে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তার তীব্র ধিক্কার ও নিন্দা জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584