নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপি সরকারের বাজেটকে জনস্বার্থ বিরোধী বাজেট আখ্যা দিয়ে মঙ্গলবার মেদিনীপুর শহরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাজেট বিরোধী মিছিল করলো মেদিনীপুর শহর তৃণমুল কংগ্রেস। এদিন বিদ্যাসাগর হল থেকে মিছিলটি বেরিয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে।
মিছিলে উপস্থিত ছিলেন তৃণমুল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পান্ডব, গোপাল সাহা, সুজয় হাজরা,সৌরভ বসু,মৌ রায় সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মী সমর্থকরা।
বিক্ষোভ মিছিলের শেষে এক পথসভায় তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন, কেন্দ্র সরকারের বাজেটে বঞ্চিত হয়েছে বাংলা। এই বাজেট জনস্বার্থ বিরোধী। এই বাজেটের ফলে বাংলার মানুষ কোনোভাবেই উপকৃত হবে না। সবথেকে বেশি বঞ্চনা করা হয়েছে বাংলাকে। তাই ওই বাজেটের বিরুদ্ধে মঙ্গলবার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করা হয় বলে তিনি জানান।
আরও পড়ুনঃ সংসদে কৃষি আইন নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ, প্রতিবাদে ওয়াক আউট বিরোধীদের
সেই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা করার জন্য এই বাজেটে বাংলার জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি ,তাই বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপিকে তিনি বাংলা থেকে উৎখাত করার ডাক দেন। তিনি বলেন বাংলার মানুষ এই বাজেটের বিরুদ্ধে রায় দেবেন ।
আরও পড়ুনঃ জ্বালানিতে কৃষি সেস, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির দাবি ওড়াল কেন্দ্র
তিনি আরও বলেন যে বাংলায় শান্তি ও উন্নয়নের প্রতীক হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ,তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার উন্নয়নে প্রচুর কাজ করেছে । সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এবং তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584