নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কৃষকদের দাবিপূরণে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কৃষক বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল ৩৪ নম্বর জাতীয় সড়ক। শনিবার কৃষি ঋণ মকুব, পাটের সহায়ক মূল্য প্রদান সহ সাত দফা দাবিতে কৃষক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস।
জাতীয় সড়কের উপর ধান, ভুট্টা ছড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। কৃষক সমাজের স্বার্থে সমস্তরকম কৃষি ঋণ মকুব করা, পাটচাষী ও পাটশিল্পকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারকে পাটের ন্যূনতম সহায়ক মূল্য ৭ হাজার টাকা প্রতি কুইন্টাল করা, অবিলম্বে জেলায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু এবং ভুট্টার সহায়ক মূল্য ঘোষণা করে ভুট্টা ক্রয়কেন্দ্র চালু করা সহ সাত দফা দাবি নিয়ে শনিবার রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় কৃষক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ বিধানসভার আগে তৃণমূলের নতুন ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’
রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে দেশের সমস্ত কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিলম্বে দেশের সমস্ত কৃষকদের সবরকমের কৃষি ঋণ কেন্দ্রীয় সরকারকে মকুব করতে হবে।
শনিবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে রায়গঞ্জ ব্লকের কৃষকেরা তাদের উৎপাদিত ফসল রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান। কৃষকদের এই বিক্ষোভ সমাবেশের জেরে রায়গঞ্জের বারোদুয়ারি ৩৪ নম্বর জাতীয় সড়ক ঘন্টা দুয়েকের জন্য অবরুদ্ধ হয়ে থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584