নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রেল বেসরকারিকরণের প্রতিবাদে ইসলামপুরে আলুয়াবাড়ি রেল স্টেশনে অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। রেল বেসরকারিকরণ ইস্যুতে মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুর রেল স্টেশনে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে তৃণমূল।
সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন আলুয়াবাড়ি রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তারা। এই কর্মসূচির নেতৃত্ব দেন ইসলামপুর টাউন সভাপতি মানিক দত্ত। জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল ও রাজ্যের মন্ত্রী শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী সহ তৃণমূলের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে।
আরও পড়ুনঃ করোনার বাড়বাড়ন্ত, রায়গঞ্জে ১৪ দিনের কড়া লকডাউন চেয়ে চিঠি বিধায়কের
এদিন স্টেশনে অবস্থান বিক্ষোভের মঞ্চে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করা হয় ও বিক্ষোভ প্রদর্শন হয়। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণ ও জনবিরোধী নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584