অমৃতা চন্দ, কোচবিহারঃ
সিএএ-র মত কালাকানুনকে অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে দিনহাটাতে অবস্থান-বিক্ষোভ আন্দোলনে সামিল হল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে শনিবার বেলা দুটো থেকে একটানা তিন ঘন্টা এই অবস্থান-বিক্ষোভ সংগঠিত হয়। বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে এদিনের এই অবস্থান-বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের দিনহাটা বিধানসভা কার্যকরী কমিটির আহ্বায়ক অসীম নন্দী, বিষ্ণু সরকার, বিশ্বনাথ দে আমিন, কাউন্সিলর সুব্রত বক্সী, প্রাক্তন কাউন্সিলর পার্থনাথ সরকার, বিশু ধর, মহাদেব সাহা প্রমুখ।
এদিন এনআরসি এবং সিএএ আইনের বিরোধিতা করে দিনহাটায় অবস্থান-বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন কেন্দ্রের বিজেপি সরকার সিএএ আইনের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে। এই সরকার দেশের মানুষের সাথে নানাভাবে চক্রান্ত করছে।জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বমুখী তখন মানুষের মনকে ঘোরানোর জন্য এনআরসি এবং সিএএ সামনে নিয়ে আসা হয়েছে। কালা এই কানুন এর বিরুদ্ধে এ রাজ্যের পাশাপাশি দেশবাসীকে রক্ষা করতে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত করেছেন । তার নেতৃত্বে গোটা দেশজুড়ে সেই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে। কালা এই কানুন বাতিলের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের আন্দোলন চলবে। অবস্থান-বিক্ষোভে বিধায়ক ছাড়াও তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
তৃণমূল নেতৃত্ব বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করতে এবং এই আইনকে বাতিলের লক্ষ্যে তাদের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কর্মী সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে চলছে। তৃণমূল নেতৃত্ব আরও বলেন এনআরসি, সিএএ এবং এনপিআর-এর মত কালা আইন যাতে কেন্দ্রীয় সরকার কোনভাবেই প্রয়োগ করতে না পারে এবং দেশের মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করতে না পারে সেই লক্ষ্যেই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটাতে ঐদিন অবস্থান-বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়।
তৃণমূল নেতা বিধায়ক উদয়ন গুহ বলেন রাজ্য নেতৃত্বে নির্দেশে আগামী সাত দিন ধরে এনআরসি, সিএএ এবং এনপিআর -এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এদিন দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ে তৃণমূলের এই অবস্থান-বিক্ষোভ আন্দোলনকে ঘিরে কর্মী-সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584