রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
সোমবার জামালপুর ব্লকের জামালপুর ১নং অঞ্চলের পক্ষ থেকে,সিপিআইএম সিটুর ডাকা বাংলা বন্ধের বিরুদ্ধে ও ১৯শে জানুয়ারী ব্রিগেড সমাবেশ সমর্থনে জামালপুর পুলমাথা থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত,মহা মিছিল করা হয়।
মহা মিছিলে শেষে একটি স্টিট কর্নার করে বনধের দিন বন্ধ সমর্থন না করে দোকান বাজার খুলে রাখার কথা বলা হয়।বাস ট্রেকার যেন চলাচল করে,তার সঙ্গে সকলকে ১৯ শে জানুয়ারী ব্রিগেড যাওয়ার কথা বললেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন।উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম,জামালপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধক্ষ পূর্নিমা মালিক,জামালপুর ১নং পঞ্চায়েতের প্রধান ডলি নন্দি ও উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল, জামালপুর ২ নং পঞ্চায়েতের প্রধান মনিকা মূর্মু, উপপ্রধান উদয় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক সহ সাধারণ মানুষ মহা মিছিলে অংশগ্রহণ করেন।মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ তমলুকে ব্রিগেডের সমর্থনে তৃণমূলের বিশাল পদযাত্রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584