সাগর পাড়ায় তৃণমূলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

0
67

সজিবুল ইসলাম, ডোমকলঃ

কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন রকম দ্বিচারিতার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল সাগরপাড়ায়। শনিবার বিকেলে জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক ও ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকারের নেতৃত্বে সাগরপাড়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে সাহেবনগর পঞ্চায়েত এলাকায় এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে শুরু হয় পথ সভা। বিধায়ক আব্দুর রাজ্জাক ছাড়াও এদিন মিছিলে উপস্থিত ছিলেন যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন, পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার সহ আরো অনেকে।

নিজস্ব চিত্র

এদিনের বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে কেন্দ্র সরকার কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে সভাপতি বলেন কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা দিচ্ছে না,ঘরের টাকা দিচ্ছে না তার পরেও রাজ্যের উন্নয়ন থামেনি আর থামবেও না।আর আজকের মিছিল তার প্রমাণ জনস্রোতই তার প্রমাণ। বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন ইডি ও সিবিআই দিয়ে তৃণমূল কে থামানো যাবে না।বিধান সভায় যে পরিমাণে ভোট পেয়ে তৃণমূল জয়ী হয়েছে তার থেকে বেশি ভোটে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হবে দলীয় প্রার্থীরা বলে জানান তিনি। এদিনের মিছিল থেকে কেন্দ্রকে তীব্র আক্রমন করেন নেতৃত্বরা। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনী প্রচার ও শুরু বলে জানান তৃণমূল নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here